এদিন নাগরাকাটায় এক সাংবাদিক সম্মলেন তিনি জানান, যোগাযোগ, রেল, স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার কি করেছে তা সবিস্তারে তুলে ধরতে হবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার যে একাধিক জনহিতকর কেন্দ্রীয় প্রকল্প এখানে চালু করতে দেয় নি সেকথাও ভোটারদের সবিস্তারে জানাতে হবে।
সুশীল মোদির অভিযোগ, যেহেতু উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়ে প্রচুর জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছে সেকারণে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেন। উদাহরণ হিসেবে রায়গঞ্জ থেকে এইমসকে কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ার পুরনো প্রসঙ্গ টেনে আসেন তিনি। উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, এসব নিয়ে দল কিছু ভাবে নি। কেউ কিছু বলে থাকলে সেটা তাঁর ব্যক্তিগত মন্তব্য।
