পঞ্চায়েত ভোটের আগে দরাজ কেন্দ্র, রাজ্যকে বরাদ্দ প্রায় ৯ হাজার কোটি টাকা

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে প্রায় ৯ হাজার কোটি টাকা দিল কেন্দ্র। সোমবার অর্থ মন্ত্রকের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। কর বাবদ একাধিক রাজ্যকে এই টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। একটি কিস্তির টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর বাবদ প্রাপ্য টাকার তৃতীয় কিস্তি দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। এই খাতে কেন্দ্র প্রায় ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা রাজ্যগুলি উন্নয়নের কাজে খরচ করতে পারবে। মন্ত্রক সূত্রের খবর, এই খাতে পশ্চিমবঙ্গ পেয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা।
তৃণমূলের তরফে মাঝে মধ্যেই অভিযোগ তোলা হয়, বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র, আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে রাজ্যকে। এই অভিযোগে কয়েক মাস আগে ধর্নাতেও বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে প্রায় ৯ হাজার কোটি টাকা দিল কেন্দ্র। প্রসঙ্গত, এপ্রিল মাসে কেন্দ্র ৯৭৯ কোটি টাকা দিয়েছিল রাজ্যকে।