বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ২ নাবালক সহ ৪ জনের। আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের সম্বল জেলার গুন্নাউর শহরে ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম গুড্ডু (৪০), আনাম (২৫), সুমাইয়া (১২)। নিহত অপর নাবালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই বাজি কারখানায় আচমকাই জোরাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার জেরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
কমিউনিটি হেলথ সেন্টার গুন্নাউরের ইনচার্জ ডাঃ পবন কুমার বলেছেন, ‘ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য আলিগড়ে নিয়ে যাওয়ার পথে অপর নাবালকের মৃত্যু হয়। আহত সাতজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি।’
জেলা ম্যাজিস্ট্রেট মণীশ বনসাল পিটিআইকে জানিয়েছেন, সারাই এলাকার সাবির আলি নামে এক ব্যক্তির অবৈধ আতশবাজি কারখানায় এই বিস্ফোরণ হয়েছে। বিনা অনুমতিতে আবাসিক এলাকায় বাজি মজুতের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সাবির আলিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
