‘ইডি আসছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাঁটু ভাঙতে। উনি একাধিক দুর্নীতিতে যুক্ত’। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে জেলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এই ভাষাতেই আক্রমন আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পালটা তৃণমূলের দাবি, ইডি-সিবিআইকে অন্তত একমাস নিরপেক্ষভাবে কাজ করতে দিন। দেখব কত জন বিজেপি নেতা জেলের বাইরে থাকেন।
এদিন মছলন্দপুরে প্রার্থীদের সমর্থনে ভোটপ্রচারে আসেন সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি (জ্যোতিপ্রিয়) তো বলেছিলেন বিজেপির হাঁটু ভেঙে দেবেন। এখন ইডি আসছে ওনার হাঁটু ভাঙার জন্য। যা চুরি করেছেন সময় আসছে, সব হিসাব দিতে হবে। উনি তো বস্তাভর্তি চাল – গম বাংলাদেশে বিক্রি করে দিচ্ছিলেন। যার জেরে তাঁর দপ্তর বদলাতে হল। আগে চুরি করে চাল বিক্রি করতেন এখন গাছ বিক্রি করছেন’।
উল্লেখ্য, করোনার লকডাউন চলাকালীন তৎকালীর রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো রেশনের চাল ও গম বাংলাদেশে বিক্রির অভিযোগ ওঠে। ২০২০ সালের অক্টোবরে ঘোজাডাঙা সীমান্তে ১৭৫ ট্রাক গম আটক করে শুল্ক দপ্তর। যার বাজারমূল্য ছিল প্রায় ১৬ কোটি টাকা। সমস্ত গমের বস্তায় ছিল কেন্দ্রীয় সংস্থা ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার ছাপ। অভিযোগ, কেন্দ্রের পাঠানো রেশনের সামগ্রী বাংলাদেশে পাচার করছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই অভিযোগ উঠতেই ২০২১ সালে তাকে খাদ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে দেওয়া হয় বন দপ্তরের দায়িত্ব। তার পর তৃণমূল নেতৃত্বের মূল বৃত্ত থেকে দূরে সরে যান তিনি। ২০২১ সালে মন্ত্রীর পেশ করা হলফনামায় জানা যায়, তাঁর মেয়ে প্রায় ৪ কোটি টাকার মালিক। যদিও তাঁর পেশা গৃহশিক্ষকতা।
