‘একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়?’ নাম না করে নিশীথকে নিশানা মমতার

কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির নির্বাচনী সভা থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে শুধু তাঁর নামটা মুখে আনেননি। কিন্তু তাতে বুঝতে অসুবিধা হল না যে, কে তাঁর নিশানায়? এদিন সরাসরি নিশীথকে গুন্ডা বলে মন্তব্য করলেন মমতা।

সোমবার মুখ্যমন্ত্রী প্রথম নির্বাচনী সভা করলেন কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে। এই নির্বাচনী সভা থেকেই তিনি শুরু করে দিলেন পঞ্চায়েত ভোটের প্রচার। পঞ্চায়েত নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “একটা গুন্ডা কখনও হোম মিনিস্টার হয়? এখানে যখন বিএসএফ লোককে গুলি করে মেরে দিচ্ছে, তখন উনি আফ্রিকায় ঘুরছেন। তারপর ১০০ গাড়ির কনভয় নিয়ে ঢুকে পড়বেন ভোটে”। মমতা মনে করিয়ে দেন, পঞ্চায়েত ভোটের সময়ে ওভাবে লম্বা কনভয় নিয়ে ঢোকা যাবে না।
সম্প্রতি পঞ্চায়েত ভোটে গাড়ির ব্যবহার নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, ভোট প্রচারে বা মিছিলের জন্য গাড়ি ব্যবহার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। সীমিত সংখ্যায় গাড়ি ব্যবহারের অনুমতি দিতে পারে কমিশন। মাস কয়েক আগে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়েছিল দিনহাটায়। সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেঁধেছিল দিনহাটায়। এই ঘটনার দায় নিশীথ চাপিয়েছিলেন উদয়ন গুহের বিরুদ্ধে। এদিন সরাসরি নিশীথকে গুন্ডা বলে মন্তব্য করলেন মমতা।
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত ভোটে কোচবিহারে তৃণমূলের লড়াই মূলত নিশীথের বিরুদ্ধেই। যার প্রতিফলন দেখা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই। বিভিন্ন সময়ে নিশীথের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ। আবার চব্বিশের ভোটের দশ মাস আগে পঞ্চায়েতকে হয়তো অগ্নিপরীক্ষা হিসাবে ধরছেন নিশীথ। সেই আবহে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন মমতা।