বাংলা থেকে এই প্রথম বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে বিধানসভায় আসেন অনন্ত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজই মনোনয়ন জমা দিয়েছি। রাজ্যসভার প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। আমার পক্ষে এটা গৌরবের বিষয়। অনেক বড় দায়িত্ব, সেটা পালন করতে হবে। যে কাজ আমার জন্য গ্রহণযোগ্য এবং যে দায়িত্ব দেওয়া হবে আমি তা করব।’ পাশাপাশি তিনি জানান, রাজবংশীদের প্রতিনিধি হিসেবে তাঁদের জন্য কাজ করবেন তিনি। সে কারণেই তাঁকে পাঠানো হচ্ছে।
রাজ্যসভায় গ্রেটার কোচবিহারের দাবি তোলার প্রসঙ্গে অনন্ত মহারাজ বলেন, ‘আগে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হই, তারপর এই বিষয়টি দেখা যাবে। তখন এই বিষয় নিয়ে মুখ খুলব।’ রাজ্যসভায় অনন্তকে প্রার্থী ঘোষণা করার পর ‘বাংলা ভাগের চক্রান্ত’ বলে আক্রমণ করে তৃণমূল। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গভাগ হবে না এক থাকবে, সেটা দেশের সংবিধান বলবে। এখন এর বেশি আর কিছু বলব না। সদস্য নির্বাচিত হওয়ার পর বাকিটা বলব। উত্তরবঙ্গ বঞ্চনার শিকার কি না, সেটাও সময় এলে বলব।’
