চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব, জানালেন রবীন দেব

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ার পথে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনটাই জানালেন সিপিএম নেতা রবীন দেব। হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেবের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে তাঁকে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে।
পরিবার সূত্রের খবর, শনিবার সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে বুদ্ধদেবের। তা একসময় ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। দুপুরে খাওয়া দাওয়ার পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রথমে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তিনি অক্সিজেন নিতে পারলেও ‘রেসপন্স’ করছিলেন না। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। ৭৯ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে সূত্রের খবর। তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৫১৬ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, বুদ্ধদেবকে দেখতে আলিপুরের বেসরকারি হাসপাতালের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন মমতা। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদ্বেগের মধ্যেই সিপিএম নেতা রবীন দেব জানিয়েছেন, আপাতত বুদ্ধদেবের অবস্থা স্থিতিশীল।