মণিপুর ‘নগ্ন প্যারেড’ কাণ্ডে সিবিআই হেপাজতে ৪ অভিযুক্ত

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে হেপাজতে নিল সিবিআই। চার অভিযুক্তকে সোমবার মণিপুরের থৌবালের বিশেষ আদালতে তোলা হয়। এরপরে সিবিআই তাদের ২ অগাস্ট পর্যন্ত হেপাজতে নেয়।
গত প্রায় ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রায় ১৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সম্প্রতি উত্তর-পূর্বের রাজ্যটিতে দুই মহিলাকে গণধর্ষণ ও তাঁদের বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় ভিডিওটি রেকর্ড করা হয়।
তা প্রকাশ্যে আসতেই ওঠে নিন্দার ঝড়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিষয়টি নিয়ে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পুলিশকে এই মামলাটিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার নির্দেশ দেন। এরপর মণিপুর পুলিশ তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের এদিন নিজেদের হেপাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।