সপরিবার বিপাকে লালুপ্রসাদ, ৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

জমির বিনিময়ে চাকরি মামলায় লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের ৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০০৪ থেকে ২০০৯-এই সময়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে লালুর বিরুদ্ধে। এই মামলায় লালু প্রসাদ, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম জড়িয়েছে।
এর আগে সিবিআই এই মামলার তদন্ত করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা। এরপর ৩ জুলাই চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লালু, রাবড়ি, তেজস্বী ছাড়াও চার্জশিটে আরও ১৪ জন ব্যক্তি ও সংস্থার নাম রয়েছে বলে সূত্রের খবর। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সোমবার ওই মামলায় লালু ও তাঁর পরিবারের ৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।