রাজ্যে নিয়োগ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান বিরোধী দলনেতা। নিজের বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় ৬ লাখ পদের অবলুপ্তি ঘটিয়েছেন মমতা। রিক্রুমেন্ট বোর্ড অচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩০ লাখ পদে নিয়োগ করছেন না। ভিলেজ পুলিশদের বেতন কাঠামো পুনরায় মূল্যায়ন করেনি। ডেটা এন্ট্রি অপারেটারেরা কেন ১০ হাজার টাকা বেতনে কাজ করবেন? বাংলায় ২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে। রাস্তায় চাকরিপ্রার্থীরা বসে আছেন। এই সরকার অমানবিক- দুর্নীতিগ্রস্থ।’
তিনি আরও বলেন, ‘বাংলায় অঙ্গনওয়াড়িতে সবথেকে কম বেতন। অন্যান্য রাজ্যে একই পদে অনেক বেশি বেতন। এরাজ্যে প্রাণী বন্ধু-প্রাণীমিত্ররা মাত্র দেড় হাজার টাকা পান। অন্যান্য রাজ্যে এর থেকে অনেক বেশি টাকা পায়। অথচ আমাদের প্রাণীদের এরাই বাঁচিয়ে রেখেছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন আশাকর্মীরা। মধ্যপ্রদেশে আশা কর্মীরা পান ১০ হাজার টাকা।’ রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি। সেই প্রসঙ্গেও রাজ্য সরকারকে তুলোধনা করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘ভারত বাংলাদেশ সীমান্তে মশার অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বলে এবার বিএসএফের ঘাড়ে দোষ চাপাতে পারেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।’
