নয়াদিল্লি, ১৬ আগস্ট: ইসরোর মিশন ক্রমশই সাফল্যের পথে। চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ১৬৩ কিলোমিটার দূরে রয়েছে। চন্দ্রযান-৩ এখন চাঁদের চারপাশে ১৫৩ কিলোমিটার x ১৬৩ কিলোমিটার কক্ষপথে রয়েছে। মঙ্গলবার, ১৬ আগস্ট, মহাকাশযানটি সফলভাবে একটি গুরুত্বপূর্ণ ফায়ারিং অপারেশন সম্পন্ন করেছে।
এর মাধ্যমে মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণ করার এক ধাপ কাছাকাছি চলে এসেছে। ১৭ আগস্টে ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে পৃথক যাত্রা শুরু করার কথা। ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩।
