উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় প্যারা টিচারদের দু সংবাদ জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বুধবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান ঘটে। তাতে জানিয়ে দেওয়া হয়েছে যে, -‘ উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় প্যারা টিচাররা আবেদন জানাতে পারবেনা’। গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় এর সিঙ্গেল বেঞ্চ । কিন্তু তাঁর সেই নির্দেশ বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ ।বুধবার এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ । এর ফলে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হল ডিভিশন বেঞ্চে । গত বছর ২১ নভেম্বর উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ছাড়পত্র দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বেশ কিছু প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী । তাঁদের দাবি, এতে তাঁদের সুযোগ কমবে ।বুধবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ । ওই বেঞ্চ জানিয়েছে, -‘ ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা অংশগ্রহণে যোগ্য নয় । ফলে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না , প্রাথমিক ও উচ্চ প্রাথমিক এই দু’টি স্তরে শিক্ষাগত পরিকাঠামোয় যথেষ্ট ফারাক রয়েছে । সেই কারণেই উচ্চ প্রাথমিকের শিক্ষকরা প্রাথমিকস্তরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে যোগ্য নন’ ।প্রসঙ্গত চলতি মাসেই প্রাথমিকস্তরে কোন প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবে, তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, -‘বিএড প্রশিক্ষিতরা প্রাথমিকস্তরে শিক্ষাদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না । শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই প্রাথমিকস্তরে পড়ানোর যোগ্য ‘। সেই রায়ের সঙ্গে সাজুয্য রেখেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এ দিনের রায় বলে মনে করছেন আইনজীবীরা । তাছাড়া সুপ্রিম কোর্ট সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশও জারি করেছে ।
