NEET-পরীক্ষা বন্ধ করতে রাষ্ট্রপতির কাছে চিঠি তামিলনাড়ু সরকারের

নয়াদিল্লি, ১৬ অগাস্ট :সারা দেশে ডাক্তারি পড়ার ক্ষেত্রে নিট পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পড়ুয়াদের।যাতে বেশ কিছু রাজ্যের আপত্তি রয়েছে। যাদের মধ্যে অন্যতম তামিলনাড়ু।শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতেই বসার ব্যবস্থা রয়েছে এই পরীক্ষায়। ভাষাগত কারণে যা বহু ছাত্রের কাছে সমস্যার কারণ। তাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্য থেকে নিট বন্ধরে কথা জানিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিট বিরোধী বিল নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি লিখেছেন। তিনি চিঠিতে বলেছিলেন যে যদি NEET থেকে অব্যাহতির জন্য আমাদের বিলটি অনুমোদিত হত এবং 2 নম্বরের ভিত্তিতে মেডিকেল ভর্তি দেওয়া হত তবে ছাত্র আত্মহত্যা এড়ানো যেত। এছাড়াও এম কে স্ট্যালিন বলেন, ‘এ ভাবে যাতে কাউকেই নিজের অমূল্য জীবন নষ্ট করতে না হয়, সে জন্য আমরা লড়াই চালিয়ে যাব। নিট আমরা বাদ দেবই। কারণ বহু পড়ুয়ার স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই পরীক্ষা ব্যবস্থা।’