বিশেষ প্রতিবেদন: শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৃত্তি প্রদান। প্রথম শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত ২৪টি বৃত্তির জন্য এখনই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আবেদনের শেষদিন ৩১ আগস্ট। প্রথম শ্রেণি থেকে পিএইচডি স্তরের ছাত্রদের উৎসাহ বাড়াতে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা সমস্ত তথ্য বিশদে জানতে পারবে এই ওয়েবসাইটিতে, লিঙ্ক দেওয়া হল-
https://cigmafoundation.org/latest-scholarships-august-2023/
বর্তমানে শিক্ষার খরচ ব্যয় সাপেক্ষ্য। পড়াশোনার ওপর আগ্রহ বাড়ানো ও সেইসঙ্গে শিক্ষার্থীদের উপর থেকে আর্থিক বোঝা কমাতে এই স্কলারশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এই বৃত্তি আর্থিকভাবে পিছিয়ে পড়া সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়ার সুযোগ করে দেবে।
এখানে কয়েকটি বৃত্তির একটি তালিকা দেওয়া হল-
১)শ্রী বৃহদ ভারতীয় সমাজ বৃত্তি ২০২৩-২৪: বৃত্তির পরিমাণ নির্ধারিত হয় কোর্সের উপর ভিত্তি করে।
২)যুব অপ্রতিরোধ্য বৃত্তি ২০২৩-২৪: শিক্ষাগত কাজে সহায়তা করার জন্য প্রতি বছর ৫০, ০০০ টাকা অনুদান।
৩)মহিলা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য রোলস-রয়েস উন্নয়ন বৃত্তি ২০২৩-২৪: ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের জন্য প্রতি বছর ৩৫, ০০০ টাকা স্কলারশিপ।
৪) লেগ্রান্ড এমপাওয়ারিং স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২৪: ৬০,০০০/- থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, যা শিক্ষার্থীদের শিক্ষাগত যাত্রায় সহায়তা করে।
৫) বিদ্যাধন বৃত্তি ২০২৩-২৪: ২ বছরের জন্য ১০,০০০ টাকার বৃত্তি।
৬) হর্ষ ও পায়েল হাদা ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩-২৪: ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান।
৭) ব্রাইট মাইন্ডস স্কলারশিপ ২০২৩-২৪: যোগ্য প্রার্থীদের জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত একটি উল্লেখযোগ্য বৃত্তি।
৮) জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ ২০২৩-২৪: অ্যাকাডেমিক কাজে সাহায্য করার জন্য প্রতি মাসে ১৮,০০০/- টাকা প্রদান করা হয়।
৯)ভির্চো স্কলারশিপ ২০২৩-২৪: নির্বাচিত ব্যক্তিদের প্রতি বছর ১৫,০০০ টাকা অনুদান।
১০) নার্চারিং ব্রিলিয়ান্স কামিন্স স্কলারশিপ ২০২৩-২৪:
যে কোর্সটি করা হচ্ছে তার উপর ভিত্তি করে বৃত্তির পরিমাণ পরিবর্তিত হয়।
অসংখ্য বৃত্তির মধ্যে কয়েকটি স্কলারশিপের উল্লেখ করা হল। উপরিউক্ত প্রদত্ত লিঙ্কে প্রতিটি বৃত্তির জন্য বিশদ বিবরণ এবং মানদণ্ডগুলি জানতে পারবে শিক্ষার্থীরা। বৃত্তিগুলি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
