মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার পঞ্চানন্দপুর -২ সুলতান টোলা গ্রামের পরিযায়ী শ্রমিক জইদুল সেখের মৃত্যু।

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মালদার ,কালিয়াচক ২ নম্বর ব্লকেরএক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতান টোলা গ্রামের পরিযায়ী শ্রমিক জইদুল সেখ বয়স ৩২ মৃত্যুর কোলে ঢলে পড়েছে বলে খবর। তাই দুর্ঘটনার পর থেকেই গোটা গ্রাম ডুবে রয়েছে শোকের সাগরে। মৃতদের আত্মীয় স্বজনদের বুকভাঙা কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস৷ মৃত পরিজনদের নিথর দেহ ফিরে আসার প্রতীক্ষায় বসে শুধুই চোখের জল ফেলে চলেছেন আত্মীয় পরিজনেরা৷