রাজভবন আর সরকারের সংঘাত এবার চরমে উঠল। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কথা শুনলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মাইনে বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন তৃণমূল সুপ্রিমো রাজ্যপালের উদ্দেশে কড়া ভাষায় বলেন, ‘রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নামে রাজ্যপাল আদতে শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করার চেষ্টা করছেন। যদি কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথা শুনে চলে, তাহলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। দেখি আপনি কিভাবে অধ্যাপকদের বেতন দেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দরকার হলে রাজ্যপাল বাংলার ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে পড়াশোনা করুন। আগে উনি ছাত্র হন। পড়াশোনা করুন। তারপরে বাংলা নিয়ে কথা বলবেন।”
এখানেই থেমে থাকেননি মমতা। তিনি রাজ্যপালকে হুঁশিয়ারির দিয়ে বলেন, “সুস্থ বাঘের চেয়েও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আজকে আপনারা আঘাত করছেন, পাল্টা প্রত্যাঘাত সহ্য করতে পারবেন তো? ”প্রয়োজনে তিনি নিজে রাজভবনের সামনে ধর্নায় বসবেন বলেও কড়া বার্তা দেন বোসের উদ্দেশ্যে।
