মৃত শিশুর নাম পল্লবী মন্ডল।বয়স মাত্র চার বছর । পল্লবীর বাড়ি মোথাবাড়ি জিৎ নগর কালীতলা এলাকায়। আজ মোথাবাড়ি জিৎ নগর থেকে সে বাঙ্গীটোলায় রোড সাইড এলাকায় মামা অনু মন্ডলের বাড়ি ঘুরতে আসে। বিকেলে সে রাস্তা পার হয়ে মামার বাড়ি যেতেই একটি টোটো এসে অনুকে ধাক্কা মারে অনু পড়ে গেলে টোটো টি অনুর দেহ টানতে থাকে। অনু শরীরের সারা গায়ে আঘাত লাগে। গ্রামবাসীরা অনুকে উদ্ধার করে বাঙ্গিটোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।
অনুর বাবা জিতেন মন্ডল জানিয়েছেন আমার মেয়ে খুব সাবধানে পথ পেরেছিল হঠাৎ করে তোর উঠে এসে মেয়েটিকে ধাক্কা মারে। টোটোর কোন কন্ট্রোল ছিলনা। ঘটনা ঘটার পর টোটো ড্রাইভার গাড়িটিকে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ ডেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে টোটোর শিশুর মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত করছে । টোটোটি আটক করেছে।এবং ঘটনার তদন্ত চলছে।
