কিশলয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ী: মালদার কালিয়াচক-২ নং ব্লকের কেশরপুর কদমতলা মোড়ে অবস্থিত একটি কিশলয় বিদ্যালয় এক শিক্ষা প্রতিষ্ঠান। কেশরপুরের গোলাম রাব্বানি মাস্টার নামে পরিচিত তিনি এই চলতি বছরেই কিশলয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। এই কিশলয় বিদ্যালয়ে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এক উন্নতমানের পঠন পাঠন দেওয়া হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি শিক্ষামূলক সেমিনার এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ তথা শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রাহমাত, বিশিষ্ট চিকিৎসক হাজেরুল ইবকার, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর সদস্য শিক্ষক জাকির হোসেন ও ফিল্ম আকশন ডিরেক্টর জাসিউর রহমান প্রমুখ। এছাড়াও, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুহাম্মদ গোলাম রাব্বানি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম ইয়াসদানী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা প্রত্যেকেই শিশুদের পড়াশোনা, সামাজিক ও দেশপ্রেম মূলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুপ্রাণিত করেছেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক জানান, আজকে আমাদের কিশলয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্বের পরিক্ষার ফলাফল ঘোষণা ও অধিকৃত স্থানকারী ছাত্রছাত্রীদের সম্মাননা পত্র প্রদান করা হয়। এবং শিশুদের উদ্দেশ্যে তাদের পড়াশোনার মনোবল শক্তি বাড়ানোর জন্য একটি শিক্ষামূলক কর্মশালার আয়োজন করা হয়। আরও বলেন, শিক্ষা মানে শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে বন্ধ পাঠ্য বইয়ের শিক্ষাকেই বোঝাই না। তারা প্রতিটা মূহুর্ত শিখতে থাকবে কখনো আমাদের কাছে পড়ে কখনো দেখে বা শুনে। বর্তমান সময়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু প্রকৃত শিক্ষা তখনই সম্ভব যখন একটি ছেলে ও মেয়ে পড়াশোনা করবে একজন সুশিক্ষিত মানুষ গড়ে ওঠার উদ্দেশ্যে। আর আমরা সেটাই প্রকৃত মানুষ গড়ার লক্ষ্যেই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা। শিশুরা হচ্ছে আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। এই শিশুদের মাধ্যমেই গড়ে ওঠবে সময়ের নতুন বিশ্ব। এই পৃথিবীর একজন আদর্শ শিক্ষক ও মহামানব হযরত মোহাম্মদ (সা:) বলেছেন, ইসলাম শিশুকে স্নেহ-মমতা ও আদর-যত্ন দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছে। যাতে তারা প্রকৃত মানুষ ও সুনাগরিক হয়ে, দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে। আমরা সেই রাসুলের আদর্শে বিদ্যালয়ের প্রতিটা ছাত্রছাত্রীদের যেন প্রকৃত মানুষ ও সুনাগরিক করতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামণা করছি।