বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে ফের একবার বিক্ষোভে সামিল হল আশা কর্মী ইউনিয়ন। তারা জানান, ঝড়, বৃষ্টি রোদে দিন রাত লাগাতার তারা কাজ করে চলেছে তবে এই চলতি সময়েও তাদের মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন দেওয়া হয়, এর আগেও তারা বহু বার বেতন বৃদ্ধির দাবি সহ তাদের একাধিক দাবি প্রশাসনের কাছে তুলে ধরেছিল, তবে তার পরেও তাদের কোনো রকম সুরাহা মেলেনি, ফলে বাধ্য হয়ে তারা ফের একবার বিক্ষোভে সামিল হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে থেকে আশা কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়, সেই মিছিলটি হাসপাতাল মোড় হয়ে হাসমি চকে পৌঁছালে, সেখানে গিয়ে হাসমি চকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা, প্রাই বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখার পর পুলিশের অনুরোধে পথ অবরোধ থেকে সরে যায় তারা ও সেখান থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে গিয়ে আশা কর্মীদের চারজনের এক প্রতিনিধির দল সিএমএইচও এর কাছে তাদের দাবিদাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেয়।
