‘যে মেরেছো সামনে এসো’, শ্রীনগরে কাশ্মীরি পণ্ডিত খুনে জঙ্গিদের চ্যালেঞ্জ তাঁর মেয়ের

শ্রীনগর, ৪ অক্টোবর: ‘তোমরা আমাকে দমাতে পারবে না’, শ্রীনগরে জঙ্গিদের হাতে বাবার হত্যায় হত্যাকারীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সন্তানহারা কন্যা। মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শ্রীনগরের কাশ্মীরি পণ্ডিত, বিশিষ্ট ফার্মাসিস্ট মাখন লাল বিন্দ্রুর। বাবার হত্যা সোচ্চার হলেন, ড. শ্রদ্ধা বিদ্রু।

শ্রদ্ধা বলেন, ‘আমি একজন সহযোগী অধ্যাপক। আমার বাবা শূন্য থেকে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর কাছে শুধু মাত্র একটি সাইকেল ছিল। ভাই একজন বিখ্যাত ডায়াবেটিস বিশেষজ্ঞ। বাবার সঙ্গে আমার মা’ও একই সঙ্গে ওষুধের দোকানে বসতেন। একজন কাশ্মীরি পণ্ডিতের কখনই মৃত্যু হতে পারে না। হিন্দু হয়েও আমি কুরআন পড়েছি।’

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং বান্দিপোরা জেলায় পৃথক ঘটনায় মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে মাখন লাল বিন্দ্রু সহ তিনজন নাগরিক নিহত হন। হত্যার সময় বিন্দ্রু তাঁর ওষুধের দোকানেই ছিলেন।
শ্রদ্ধা বলেন, আমার বাবা একজন যোদ্ধা ছিলেন। সব সময় বলতেন আমি জুতো পরে মারা যেতে চাই। বাবা মারা গেছেন, কিন্তু তাঁর আত্মা সব সময় আমার মনে বেঁচে থাকবে’। জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে শ্রদ্ধা বলেন, তোমরা একজনকে মারতে পারো, কিন্তু মাখন লালের আত্মাকে হত্যা করতে পারবে না। যে মেরেছো, সে সামনে এসো। যেভাবে একজন রাজনীতিবিদ তোমাদের বন্দুক আর পাথর দিয়েছে, সেইভাবেই আমার বাবা আমাকে শিক্ষিত করেছেন। আপনারা বন্দুক আর পাথর দিয়ে যুদ্ধ করতে চান? এটাই কাপুরুষতা! সব রাজনীতিবিদ আপনাদের ব্যবহার করছে, আসুন যুদ্ধ করতে হলে শিক্ষা দিয়ে করুন। আপনারা সব সময় পিছন থেকেই পাথর আর গুলি চালাতে পারেন’।