মুম্বই, ৪ অক্টোবর: শৌচাগার পরিষ্কার করানোর ঘটনায় শিবসেনা সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে মামলা দায়ের হল। বুধবার অভিযোগ দায়ের করলেন হাসপাতালের ডিন এস আর ওয়াকোড়।
পাটিল সহ ১০-১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০০ এবং ৫০৬ ধারার পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা নথিভুক্ত করা হয়। মঙ্গলবার নান্দেড় জেলার ডা. শঙ্কররাও চভান হাসপাতালে গত দিনে ৩১ জনের মৃত্যুর খবর সামনে আসে। এই ঘটনায় হাসপাতালে পরিদর্শনে আসেন শিব সেনা সাংসদ হেমন্ত পাটিল। হাসপাতালের কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুলে সাংসদ বলেন, হাসপাতালে কর্মী, চিকিৎসকেরাই এই রোগী মৃত্যুর জন দায়ী। এর পরেই তিনি হাসপাতালে শৌচাগারের অপরিষ্কার অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন। ডিন এস আর ওয়াকোড়কে ডেকে এনে হাসপাতালের সকল কর্মীদের সামনে শৌচাগার পরিষ্কার করান তিনি।
উল্লেখ্য, মহারাষ্ট্রে হাসপাতালের একসঙ্গে এত রোগী মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে বিজেপি এবং একনাথ পন্থী শিবসেনার সরকার।
