বালুরঘাট বিধানসভার চার নম্বর দিনশিরা গ্রাম পঞ্চায়েতে তিনটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন বিধায়ক

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের চার নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতে পৌরাহার, কুঞ্জডুঙ্গী, বীনশিরা সংসদে
মোট তিনটি নতুন রাস্তার শুভ উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই তিনটি রাস্তা নির্মাণ করা হয়। এর ফলে তিনটি গ্রামের প্রায় আড়াই হাজার লোক উপকৃত হবেন। পুজোর আগে বর্ষার হাত থেকে জনগণ যাতে রক্ষা পায় এবং স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে।
সেই বিষয় দিকে সামনে রেখেই এই কাজটি সুসম্পন্ন করেন বালুরঘাটের বিধায়ক বলে জানা যায়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন zp 13 মন্ডল সভাপতি জয়ন্ত মহন্ত, মন্ডল সম্পাদক ,সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা । এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা।
এই রাস্তা নির্মিত হওয়ার ফলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং বালুরঘাটের বিধায়ককে দ্বারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।