শিক্ষক নিয়োগ মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন আগেই খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট।কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, -‘ যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়’। এবার জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা । সর্বোচ্চ আদালতে জামিনের আবেদন জানিয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের এপ্রিল মাসে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই।টানা ৬ মাস ধরে জেলে রয়েছেন জীবনকৃষ্ণ।এর প্রেক্ষিতে সিবিআইয়ের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহ পর মামলার শুনানি।গত এপ্রিলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। গ্রেফতারির পর একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় জীবনকৃষ্ণর। পার্থ চট্টোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতিতে ১০জনের জামিনের আবেদন খারিজ করে আদালত। গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আদালতে সওয়াল করেন পার্থর আইনজীবী।পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পুকুরে উদ্ধার হওয়া জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন থেকে একের পর এক বিস্ফোরক তথ্য মিলেছিল। সিবিআই সূত্রে দাবি করা হয়, ‘টাকা দিয়েও হয়নি কাজ, ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে হুমকি জীবনকৃষ্ণ সাহার’, । জানা যায়, টাকা ফেরত চাইলে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন বড়ঞার বিধায়ক।
