নয়াদিল্লি ২৮ অক্টোবর:’দ্য ক্যারাভান’-এর সম্পাদক অনন্ত নাথ এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যরা এডিটরস গিল্ড ‘আউটলুকের’ প্রাক্তন এডিটর-ইন-চিফ রুবেন ব্যানার্জি এবং ‘দ্য ট্রিবিউনের’ প্রাক্তন সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর কে ভি প্রসাদকে যথাক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেছে। অনন্ত নাথ, ২০২০সাল থেকে সীমা মোস্তফার সভাপতির মেয়াদকালে সাধারণ সম্পাদক ছিলেন। কে ভি প্রসাদ কোষাধ্যক্ষ হিসাবে ‘সকাল’ মিডিয়া গ্রুপের সম্পাদক শ্রীরাম পাওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।
এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া ( ই জি আই ) হল সাংবাদিকদের একটি অলাভজনক সংস্থা , বিশেষ করে প্রিন্টিং মিডিয়ার সম্পাদকদের । সংগঠনটি “প্রেসের স্বাধীনতা রক্ষার লক্ষ্য এবং সংবাদপত্র ও পত্রিকার সম্পাদকীয় নেতৃত্বের মান বৃদ্ধির দিকে জোর দেয়। এই সংস্থা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। তখন সভাপতি ছিলেন কুলদীপ নায়ার । ইজিআই সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় সংবাদপত্র সমূহের প্রতিনিধিত্ব করে।
