বিশ্বে সুখী দেশের তালিকায় ১৩৭ দেশের মধ্যে ভারত ১২৪ নম্বরে

নয়াদিল্লি:একদিকে চলছে ইসরাইল ফিলিস্তিন,ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, অন্যদিকে ঠিক এই বিধ্বস্ত পরিস্থিতিতেই বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সম্প্রতি রাষ্ট্রসংঘের প্রতিবেদন অনুসারে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির শীর্ষে স্থান দখল করেছে। শুধু তাই নয়, ওই তালিকায় প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের নাম।
ভারত যেখানে মোট দেশীয় পণ্য (জিডিপি) তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, বিশ্বের সুখী দেশগুলির তালিকায় অনেক পিছিয়ে রয়েছে।ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ। শীর্ষ তিন সুখী দেশের মধ্যে ডেনমার্ক ও আইসল্যান্ড।ওয়ার্ল্ড হ্যাপিনেস টেবিলে ভারত  ১২৪তম অবস্থানে রয়েছে। আগের সূচকে ভারতের স্থান ছিল ১৩৬ নম্বরে আর বর্তমানে কয়েক ধাপ উন্নতি করে ১২৪নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। সূচকে উন্নতি ঘটলেও, প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারত বেশ পিছিয়ে।
ভারতের র‍্যাঙ্কিং সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩৭ টি দেশের মধ্যে ভারত ১২৪ নম্বরে রয়েছে। ভারত কেবল মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কমোরোস, মালাউই, বতসোয়ানা, কঙ্গো, জিম্বাবুয়ে, সিয়েরা লিওন, লেবানন এবং আফগানিস্তানের চেয়ে সুখী।
তালিকায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডএবং ফ্রান্স যথাক্রমে ১৫তম, ১৯তম এবং ২১তম স্থানে রয়েছে।
সূত্রের খবর মানুষের খুশির পরিমাণ মূল্যায়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করেই তৈরি হয় এই সূচকটি।