কংগ্রেসের ভোট ব্যাঙ্ক নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ আসাউদ্দিন ওয়াইসির

হায়দরাবাদ ২২ নভেম্বর: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি শাসিত এনডিএ জোটকে হারাতে জোট বেঁধেছে ২৮টি বিরোধী দল। এই বিরোধী জোটের পোশাকি নাম ‘ইন্ডিয়া’ । তবে জোটে সামিল হয়নি অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমান বা এআইএমআইএম । এবার ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুল গান্ধি-কে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক নিয়ে কটাক্ষ করলেন। খোলা চ্যালেঞ্জ করলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি । আসাদুদ্দিন ওয়াইসি বলেলেন, ‘মুসলিম ভোটার থাকায় রাহুল গান্ধি ওয়ানাড আসন থেকে জিতেছিলেন। তিনি বলেন, “রাহুল গান্ধি ওয়ানাডে জিতেছেন কারণ তিনি সেখানে ৩৫ শতাংশ মুসলিম ভোট পেয়েছেন। মিম পার্টি যখন সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, তখন কংগ্রেস দল আমাদের উপর বিরক্ত হয়,আমরা ছিলাম না তবুও স্মৃতি ইরানি রাহুল গান্ধিকে পরাজিত করেন।
রাহুল গান্ধি সম্পর্কে এআইএমআইএম প্রধান বলেন, “তিনি তার পিতামহ, দাদি এবং বাবার আসন(আমেঠি) বাঁচাতে পারেননি। রাহুল গান্ধি ওয়ানাড থেকে জিতেছিলেন কারণ তিনি মুসলিম লীগের ভোট ব্যাঙ্ক থেকে ৩৫% মুসলিম ভোট পেয়েছিলেন। এটি ভারতের সত্য। যদি কংগ্রেসের জন্য কোনো ভোটার অবশিষ্ট থাকে, তা হল মুসলিম ভোট এবং সেই কারণে কংগ্রেস মিম-এর সংখ্যালঘুদের ক্ষমতায়ন এবং নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত৷
কংগ্রেস নেতাকে তিনি চ্যালেঞ্জ করলেন হায়দরাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়তে।বরাবরই হায়দরাবাদ কেন্দ্র থেকে লড়েন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। অন্যদিকে, কংগ্রেস নেতা মূলত কেরলের ওয়েনাড আসন থেকেই দাঁড়ান। তবে গত লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের আমেঠি থেকেও প্রার্থী হয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। আমেঠি থেকে হেরে গেলেও, ওয়েনাড থেকে জেতেন রাহুল। এবারের নির্বাচনে রাহুল গান্ধি কোন আসন থেকে প্রার্থী হবেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর সেই জল্পনার মাঝেই এবার খোলা চ্যালেঞ্জ ওয়াইসির।
প্রসঙ্গত, গত সপ্তাহেই তেলঙ্গানা থেকে এআইএমআইএম প্রধানকে আক্রমণ করেন রাহুল গান্ধি। তিনি অভিযোগ করেন, বিজেপির পকেটে রয়েছে এআইএমআইএম। সেই কারণে তাদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না। রাহুল বলেন, “এআইএমআইএম-র বিরুদ্ধে কোনও মামলা নেই। কেবলমাত্র বিরোধীদেরই আক্রমণ করা হচ্ছে। মোদিজি কখনও নিজের লোকজনদের আক্রমণ করেন না। উনি (প্রধানমন্ত্রী মোদি) আপনাদের মুখ্যমন্ত্রী ও এআইএমআইএম নেতাদের নিজের বলে মনে করেন। তাই তাদের বিরুদ্ধে কোনও মামলা নেই।”