সামনেই কলকাতায় অমিত শাহকে নিয়ে সভা করছে বিজেপি। কিন্তু নিচু তলায় দুর্বল সংগঠন ও জেলায় জেলায় কোন্দলে জর্জরিত দল লোক জোগাড় করা নিয়ে চিন্তায় রয়েছে। তাই আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় কর্মী-সমর্থকদের জড়ো করতে বিশেষ ট্রেন ভাড়া করতে চলেছে গেরুয়া শিবির। লোক সমাগম নিয়ে বঙ্গের গেরুয়া শিবির এতটাই চিন্তিত যে আটটি ট্রেন ভাড়া করতে হচ্ছে।
সূত্রের খবর, ট্রেন ভাড়া করতে কমপক্ষে ৫০ লক্ষ টাকা খরচ করছে বঙ্গের গেরুয়া শিবির। এছাড়াও, বাস, লোকাল ট্রেন ও আনুষঙ্গিক আরও নানা খরচ নিয়ে দু-তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু গত বছরই রাজারহাটে প্রায় তিন কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ শিবির করেও ফল মেলেনি। ফলে সামান্য ধর্মতলার সভার জন্য আবার কয়েক কোটি খরচ নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। ধর্মতলার সভাতে লোক ভরাতে উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লোক তুলে আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। দলের আদি শিবিরের প্রশ্ন, ধর্মতলা ভরাতেই হিমশিম অবস্থা দলের। শহর ও শহরতলির জেলায় কর্মী-সমর্থক দিয়ে ধর্মতলা চত্বর ভর্তি হবে না ধরে নিয়েই জেলা থেকে লোক আনতে হচ্ছে। তাও আবার ট্রেন ভাড়া করে। দলের একাংশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকা খরচ করার যুক্তি কী?
