ভোপাল, ২৭ নভেম্বর: শিশুমন মানেই সে সুন্দর, নিষ্পাপ। কিন্তু সেই শৈশবেই যদি সেই মনে লালন-পালন করে থাকে হিংস্রতা, তাহলে তার পরিণতি ভয়ঙ্কর। সেই রকমই একটি ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের ইন্দোর। স্কুলের মধ্যে চতুর্থ শ্রেণীর এক সহপাঠীকে কম্পাস দিয়ে ১০৮ বার আঘাত করার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। ক্ষতবিক্ষত হয়েছে পড়ুয়ার শরীরের একাধিক স্থান। ওই পড়ুয়ার তিনজন সহপাঠীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটি বেসরকারি স্কুলের ঘটনা।
পড়ুয়ার বাবা জানান, ২৪ নভেম্বর দুপুরে স্কুলে তার ছেলে এই ধরনের আচরণের শিকার হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর সহপাঠীরা কেনো এত হিংস্র আচরণ করেছে তা আমি এখনও জানি না। স্কুল কর্তৃপক্ষ আমাকে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজও দেখিয়েছেন। ঘটনার বিষয়ে এয়ারড্রোম থানায় অভিযোগ দায়ের করেছি।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন পল্লবী পোরওয়াল বলেন, “২৪ নভেম্বর এয়ারড্রোম থানার অধীনস্থ একটি বেসরকারি স্কুলে এক পড়ুয়াকে তাঁর সহপাঠীরা জ্যামিতি কম্পাস দিয়ে ১০৮ বার আঘাত করেছে। ঘটনাটি মর্মান্তিক। এত অল্প বয়সের শিশুদের হিংস আচরণের কারণ জানতে আমরা পুলিশকে তদন্ত করতে বলেছি।” চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পরামর্শ, শিশুদের হিংসাত্মক ভিডিয়ো গেম খেলা থেকে বিরত রাখতে হবে অভিভাবকদের।
এবিষয়ে সহকারি পুলিশ কমিশনার বিবেক সিং চৌহান বলেছেন, ঘটনায় জড়িত শিশুদের বয়স ১০ বছরের কম। আইনি বিধান অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযোগ দায়ের পর আক্রান্তের ডাক্তারি পরীক্ষা হয়েছে।
