বসিরহাট:বারাসতের মনুয়া কাণ্ডের ছায়া এবার বসিরহাটে।অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন করলো স্বামীকে। গ্রেপ্তার স্ত্রী,পলাতক প্রেমিক।বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপাতা এলাকার ঘটনা। বছর ৩৫ এর গৃহবধূ রিতা অধিকারী স্বামী বছর ৪০এর পরিতোষ অধিকারী। প্রতিবেশী যুবক বছর ৩৫ এর প্রবীর দাসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রিতার। দুজনের ভালোবাসা, প্রেম চরমে ওঠে। এলাকার মানুষ বাধ্য হয়ে গত এক মাস আগে এলাকায় সালিশি সভা বসায়। এরপরে এই সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ গন্ডগোল মারধর ঘটনা ঘটে একাধিকবার। ঘটনা ঘটলেও শেষ পরিণতি মৃত্যু হল স্বামীর। রাজ্যজুড়ে তোলপাড়া হওয়া বারাসাতের মনুয়া কান্ড ফের একবার স্মৃতি উসকে দিল। মঙ্গলবার ভোররাতে স্বামী পরিতোষ অধিকারীকে মারধর ও শ্বাসরোধ করে করে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে বলে প্রতিবেশীদের দাবি। এই খুনের পিছনে আসল ঘটনা হলো বধূ রিতা অধিকারীর সঙ্গে প্রতিবেশী যুবক প্রবীর দাসের অবৈধ সম্পর্ক। সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র না মেলার কারণে পরিকল্পিতভাবে সরিয়ে দিতে স্বামী পরিতোষকে খুন করেছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে বসিরহাটে থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় স্ত্রীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক। এই খুনের পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। প্রতিবেশীরা চাইছেন এই পরিবারটাকে সামাজিক বয়কট করতে। যেভাবে একটা তরতাজা প্রাণ চলে গেল সেকারণে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষেরা।
