অমৃতসর ৩০ নভেম্বর : নাম তার অঞ্জু । দুই সন্তানের ভারতীয় মা যিনি তার ফেসবুক বন্ধুকে বিয়ে করতে পাকিস্তানে গিয়েছিলেন, ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এসেছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
অঞ্জুর বর্তমান নাম ফাতিমা (৩৪) । পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন । তার সন্তানদের ভারতে রেখে তার ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করেন । তার ওই ২৯ বছর বয়সী পাকিস্তানি স্বামী তার সঙ্গে ওয়াঘা সীমান্ত পর্যন্ত এসেছিলেন। অঞ্জু ওরফে ফাতিমা তার ফেসবুক বন্ধু নাসরুল্লাহকে বিয়ে করার জন্য পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন তার সন্তানদের ভারতে রেখে । ভারতে পৌঁছানোর পর তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি এবং সরাসরি তিনি বিমানবন্দরে চলে যান দিল্লির ফ্লাইট ধরতে । শ্রী গুরু রামদাস আন্তর্জাতিক বিমানবন্দরে অঞ্জুকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে।
তিনি সেখানে মিডিয়াকে বলেন, “আমি এখানে আমার ভারতীয় পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছি। আমি নিজের ইচ্ছায় ভারতে ফিরে এসেছি…।” অঞ্জু ভিসা নিয়ে জুলাই মাসে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়েছিলেন, ধর্মান্তরিত হয়েছিলেন। নাসরুল্লাহকে বিয়ে করার পর তার নাম পরিবর্তন করে ফাতিমা রাখা হয় , যার সঙ্গে তিনি চার বছর আগে ফেসবুকে বন্ধুত্ব করেছিলেন।
অঞ্জুর ভারতীয় স্বামী অরবিন্দ বলেন যে তিনি জয়পুর যাওয়ার অজুহাতে বাড়ি ছেড়েছিলেন কিন্তু পরে পরিবার জানতে পারে যে সে পাকিস্তানে রয়েছে।অঞ্জু তার ভারতীয় স্বামীর সঙ্গে রাজস্থানের ভিওয়াদি এলাকায় থাকতেন।তিনি উত্তরপ্রদেশের কাইলোর গ্রামের বাসিন্দা।
বুধবার ভিওয়াদির অতিরিক্ত পুলিশ সুপার দিলীপ সাইনি বলেন যে অঞ্জুর ফিরে আসার বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।
পুলিশ সূত্র জানিয়েছে, অরবিন্দ আর ভিওয়াদিতে থাকেন না এবং তাদের সন্তানদের নিয়ে কোথাও চলে গেছেন।
