বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা। কাউন্সেলিং ছাড়াই হয়ে গিয়েছে নিয়োগ। এই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই নিয়োগেই এবার স্থগিতাদেশ দিল সিঙ্গেল বেঞ্চ। আপাতত এই নিয়োগ করা যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিলেন বিচারপচি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। আদালত সুত্রে প্রকাশ, -‘দক্ষিন ২৪ পরগনার কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল’ বলে অভিযোগ ওঠে।২০২৩ সালেই বেশ কয়েকজন প্রধান শিক্ষককে নিয়োগ করা হয়। তা নিয়েই অভিযোগ ওঠে। বৃহস্পতিবার এই মামলায় সওয়াল জবাব চলে কলকাতা হাইকোর্টে। রাজ্যের দাবি, -‘শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়’। তবে মামলাকারীর দাবি, -‘বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিং-এর মাধ্যমেই নিয়োগ হয়েছে’। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে। শুনানির গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল ।
