৯ জানুয়ারি থেকে ভুবনেশ্বরে সুপার কাপ

২০২৪, জানুয়ারিতে ভুবনেশ্বরে বসতে চলেছে সুপার কাপের আসর। কলিঙ্গ স্টেডিয়ামে ৯ জানুয়ারি থেকে শুরু হবে সুপার কাপ প্রতিযোগিতা। আই এস এল এবং আই লিগ মিলিয়ে মোট ১৬ টি দল এই সুপার কাপে অংশ নেবে। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। গ্রুপ থাকছে মোট চারটি। ফাইনাল হবে ২৮ জানুয়ারি। তবে আই এস এল এর দলগুলি, যারা এএফসি কাপে খেলছে, তারা পূর্ণশক্তির দল পাবে কিনা সন্দেহ আছে। কারণ একই সঙ্গে সুপার কাপ ও এএফসি কাপ সমানতালে চলবে সেই সময়। প্রসঙ্গত ওড়িশা এফসির কাছে হেরে এফসি কাপ থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। যদিও সুপার কাপের আসর থেকে মোহনবাগানের এএফসি কাপের লিগ টু পর্যায়ে ওঠার সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে। তবে তার জন্য শুভআর কাপে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে হবে। এই বছর ১৬ টি দল নিয়ে সুপার কাপ হলেও, পরে দল আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন ফেডারেশন সভাপতি।