কিছুটা অপ্রত্যাশিত জয়ে আবেগপ্রবণ মোদি

নয়াদিল্লি ৩ডিসেম্বর: ২৪-এর আগে ২৩-এর সেমিফাইনালে কংগ্রেসকে ৩-১ পরাজিত করেছেন। মূলত তাঁর মুখ সামনে রেখে, তাঁর সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মসনদে বসছে বিজেপি । কিছুটা অপ্রত্যাশিত এই জয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগেই টুইট করে তিন রাজ্যের জয়ের জন্য জনতা জর্নাদনকে প্রণাম জানিয়ে ছিলেন তিনি। আর পরে সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দফতরে এসে বক্তব্য রাখতে গিয়ে নিজের মনের আবেগ প্রকাশ করতে দেখা গেল তাঁকে। এই জয়কে উৎসর্গ করলেন ভারতের বঞ্চিত, অসহায়, গরিব মানুষের উদ্দেশ্যে। ধন্যবাদ জানালেন নারী শক্তিকেও।
জয়ধ্বনির মধ্যে দিয়ে গাড়ি থেকে মঞ্চে যাওয়ার সময়ই হাসি মুখ বলে দিচ্ছিল অনেক কথা। কর্নাটক ও হিমাচল প্রদেশে হার আসলে মেনে নিতে পারছিলেন তিনি! আর তাই লোকসভার আগে পাঁচ রাজ্যের বিধানসভার ফলকেই হাতিয়ার করতে চাইছিলেন। রবিবারের পর বলা যায় সেই লক্ষ্যে স্টার মার্কস পেয়ে গেছেন তিনি। তেলাঙ্গানায় হার বা মিজোরামে কী হবে তা নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না। ভিড়ঠাসা বিজেপির সদর দফতরে তারই প্রমাণ পাওয়া গেল। মঞ্চে উঠে জোড়হাতে সবাইকে প্রণাম জানাতেই মোদি মোদি রবে ভরে উঠল চারিপাশে।
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ প্রত্যেক গরিব বলছেন তিনি নিজেই জিতেছেন। প্রতিটি বঞ্চিত মানুষের মনে এই অনুভূতি তৈরি হয়েছে যে তিনিই এই নির্বাচনে জয়ী হয়েছেন। প্রতিটি কৃষক বলছেন, তিনি এই নির্বাচনে জয়ী হয়েছেন। আজ প্রতিটি আদিবাসী ভাই-বোন এই ভেবে খুশি যে এই জয় তাঁদের নিজেদের। প্রত্যেক প্রথমবারের ভোটার অত্যন্ত গর্বের সঙ্গে বলছেন, আমার প্রথম ভোটই আমার জয়ের কারণ হয়েছে।