হায়দরাবাদ, ৪ ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিচাংয়ের তাণ্ডবে প্রবল বৃষ্টিতে জলমগ্ন চেন্নাই। রাস্তায় উঠে এল কুমির। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। রবিবার রাতে পেরুঙ্গালাথুর-নেদুনগুনরাম সড়কের ভেলাম্মাল স্কুলটির পাশে কুমিরটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ঘটনায় উদ্বিগ্ন বন বিভাগের আধিকারিকরা। বন্যপ্রাণী ওয়ার্ডেন প্রশান্ত ই জানিয়েছেন, চেন্নাই শহরের রাস্তায় প্রথমবার কুমিরের দেখা মিলেছে এমনটা নয়। গত বছরেও দুটি কুমিরকে দেখা গিয়েছিল। বন দফতরের তরফ থেকে দুটিকে ধরে ফেলা হয়। ফোন নাম্বার দেওয়া হয়েছে, কুমির আশেপাশে দেখা দিলেই স্থানীয় মানুষকে খবর দিতে বলা হয়েছে।
তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বনবিষয়ক সচিব সুপ্রিয়া ট্যুইট করে মানুষকে কুমিরের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছেন। চেন্নাইয়ের চারদিকে অনেক জলাধার রয়েছে। বৃষ্টির সময় কুমিরগুলি সেগুলি থেকে বের হয় লোকালয়ে চলে আসে। এরা প্রধানত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে। ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে জলাধারগুলি উপচে পড়েছে। সেই কারণে কু্মিরগুলি বের হয়েছে। বন্যপ্রাণী বিভাগকে সতর্ক করা হয়েছে এবং তারা কাজ করছে।
