শারীরিক অবস্থার অবনতি, সিসিউতে মদন মিত্র

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে সিসিইউতে পাঠানো হয় কামারহাটির বিধায়ক মদ ন মিত্রকে। এসএসকেএম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন মদন মিত্র। এই সমস্যা নিয়েই গত সোমবার তাঁকে ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছিল তাঁর। তবে, বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ার পর তাঁকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে, গত মঙ্গলবার, এমআর বাঙ্গুরে শারীরিক পরীক্ষা করানো হয় মদন মিত্রের। যদিও, জানা যায়, তার আগে, সোমবার, অসুস্থ শরীর নিয়েই বিধানসভায় গিয়েছিলেন মদন মিত্র। সেখানেই শরীরে কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করেন তিনি। এরপর, রাত পৌনে ৯টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়। চিকিৎসক অতনু পালের অধীনে চিকিৎসা শুরু হয় তৃণমূল বিধায়কের।