সাংসদ পদ খারিজ, ভোটাভুটিতে লোকসভা থেকে বহিস্কৃত মহুয়া মৈত্র

খারিজ করে দেওয়া হল মহুয়ার সাংসদ পদ। স্পিকার এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করান লোকসভায়। মহুয়া মৈত্রকে এদিন বলার সুযোগ পর্যন্ত দিলেন না স্পিকার ওম বিড়লা। তিনি জানান, মহুয়া আগে নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছিলেন। তাই আবার তাঁকে সুযোগ দেওয়া হবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের তরফে তিনি কথা বলবেন না। তার বদলে কথা বলার সুযোগ দেওয়া হোক মহুয়াকে। এদিন কোনো কিছুর তোয়াক্কা না করে দ্রুত ভোটাভুটি করে মহুয়াকে লোকসভা থেকে বহিস্কার করে দেওয়া হল। মহুয়াকে বলতে না দিয়ে সংবিধান লঙ্ঘন করা হল। এমনই অভিযোগ তৃণমূল সাংস কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, মহুয়া যে টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন এমন কোনো প্রমান নেই। তাছাড়া যার কথা বলা হচ্ছে, সেই দর্শন হিরানন্দানির বয়ান পর্যন্ত নেওয়া হয়নি। সংসদের বাইরে বের হয়ে মহুয়া বলেন এইভাবে আসলে বিরোধীদের বুলডোজ করার চেষ্টা হল।