লখনউ জেলে এইচআইভি সংক্রমণ,আক্রান্ত ৬৬ ,চাঞ্চল্য

লখনউ ৫ ফেব্রুয়ারি: এইচআইভি সংক্রমণ জেলের মধ্যে, শুনতে অবিশ্বাস্য লাগলেও লখনউ জেলা কারাগারের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। লখনউ কারাগারে বন্দি প্রথমে ২০ জনের এইচআইভি পজিটিভ রিপোর্ট মেলে। পরবর্তীতে সেটা বেড়ে হয় ৩৬। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬৬। কীভাবে জেলবন্দিরা ক্রমশ এইআইভি-তে সংক্রমিত হচ্ছে, তা স্পষ্ট নয়। গোটা ঘটনা নিয়ে উদ্বিগ্ন জেল কর্তৃপক্ষ থেকে লখনউ জেলা প্রশাসন।
কারাবন্দি এতজন যে এইচ আই ভি-র মতো অসুখে সংক্রমিত, সে ব্যাপারে ওয়াকিবহাল ছিল না লখনউ জেল কর্তৃপক্ষও। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে গত বছরের ডিসেম্বরে কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। সেই সময়ই বিভিন্ন শারীরিক পরীক্ষার সঙ্গে রাজ্য এডস কন্ট্রোল সোসাইটির নির্দেশে বন্দিদের এইচ আই ভি পরীক্ষাও করা হয়। তখনই জেলবন্দিদের এইচ আই ভি সংক্রমিত হওয়ার বিষয়টি জানা যায়। লখনউ জেলের সিনিয়ার সুপারিটেন্ডেন্ট আশিস তিওয়ারি বলেন, গত ৩ ডিসেম্বর কারাবন্দিদের এইচ আই ভি পরীক্ষা করলে মোট ৩৬ জনের রিপোর্ট পজিটিভ হয়। এর আগে এইচআইভি পজিটিভ ৪৭ জনের মধ্যে ২০ জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে ৬৩ জন কারাবন্দি চিকিৎসাধীন রয়েছে।তবে জেলের মধ্যে কীভাবে বন্দিরা এইচ আই ভি পজিটিভি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও জেল সুপারের দাবি, জেলে আসার পর কোনও বন্দি সংক্রমিত হয়নি। এইচআইভি পজিটিভ বন্দিদের অধিকাংশই মাদকাসক্ত। বন্দিদের এইচআইভি পজিটিভ রিপোর্ট সামনে আসার পর জেলের তরফে তাদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। জেলের এক আধিকারিক জানান, এইচআইভি পজিটিভ বন্দিদের চিকিৎসকের অধীনে ও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। তাদের খাদ্যতালিকাও বদল করা হয়েছে। লখনউ সি এম ও ডা. মনোজ আগরওয়াল জানান, এইচআইভি সংক্রমিত বন্দিদের চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।