নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই সমস্ত পোর্টালগুলিকে সক্রিয় থাকার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন

হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দামামা বেজে যাবে আসন্ন লোকসভা নির্বাচনের। জাতীয় নির্বাচন কমিশন এখন থেকেই সব ধরনের পদক্ষেপ করছে যাতে নির্বাচনের সময় আর কোনও দিকেই কোনও অসুবিধা না থাকে। ঠিক এই মর্মেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের যে সমস্ত পোর্টালগুলি আছে তা যেন এখন থেকেই ২৪ ঘন্টা সক্রিয় থাকে। কেবলমাত্র সক্রিয় থাকাই নয়, মানুষ যেন এখন থেকেই সেই সব পোর্টাল গুলিতে নিজেদের অভাব অভিযোগ জানাতে সক্ষম হয়। মূলত: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি হয়ে যাবার পর কোনও অভাব অভিযোগ রাখতে চাইছে না, জাতীয় নির্বাচন কমিশন।
পাশাপাশি কমিশনের তরফে এটাও বলা হয়েছে, পোর্টালে যেসব অভিযোগ আসবে তা যেন ২৪ ঘন্টার মধ্যেই নিরসন করা হয়। তা নিয়ে অভ্যাস করতে হবে। আর এই নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ পাঠিয়েছেন জেলা শাসকদের কাছে অবিলম্বেই যেন কমিশনের পোর্টাল গুলিতে নজরদারি করা হয়।
আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এহেন কমিশনের নির্দেশ এক অভিনব উদ্যোগ বলেই মনে করছে সকলে। জাতীয় নির্বাচন কমিশন একদিকে যেমন কোন ফাঁকফোঁকর রাখতে চাইছে না অন্যদিকে তেমনি কাজে গাফিলতিকে যে বরদাস্ত করা হবে না তা এই ধরনের পদক্ষেপগুলির মধ্যে দিয়ে রীতিমতো বুঝিয়ে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সব আধিকারিকদের। এখন দেখার বিষয় আসল লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশন কতটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে।