ডিএ নিয়ে কো অর্ডিনেশন কমিটির মিছিল – ধর্ণাতে অনুমতি হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বকেয়া ডিএ-র দাবিতে নবান্নের বাসস্ট্যান্ডের কাছে মিছিল ও ধর্নার অনুমতি দিল। এদিন কো অর্ডিনেশন কমিটির আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।নবান্নের বাসস্ট্যান্ডের কাছে মিছিল ও ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের কো অর্ডিনেশন কমিটি।ডিএ-র দাবিতে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেয় এই সরকারি কর্মীদের সংগঠন। বুধবার কলকাতা হাইকোর্ট সেই অনুমতি দিয়েছে। এর পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, -‘ সিঙ্গল লাইন মিছিল করতে হবে। মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করা যাবে।’সংশ্লিষ্ট এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ন বলে দাবি করে মিছিলের অনুমতি দেয়নি রাজ্য। তা নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এদিন এই মামলার শুনানি পর্বে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘আমি ওখানে মাস খানেক আগে গিয়েছিলাম। এমন কিছু ঘিঞ্জি এলাকা নয় যেখানে একটা মিছিল করা যাবে না। গণতন্ত্রের অধিকার আছে মিছিল-মিটিং করার।