বিক্ষিপ্ত ঘটনা থেকে ভোট বয়কট, অশান্তির মধ্যে দিয়ে সম্পন্ন প্রথম দফার নির্বাচন

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে শুরু হয়ে গেল ভোট যুদ্ধ। শুক্রবার প্রথম দফার নির্বাচনে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১০২টি আসনে ভোট হয়েছে। প্রথম দফায় যে রাজ্যগুলিতে ভোট হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে তামিলনাড়ুতে। দক্ষিণের এই রাজ্যে এ দিন ৩৯টি আসনে ভোট হয়েছে। এ ছাড়াও উত্তরাখণ্ডের ৫টি, অরুণাচলপ্রদেশের ২টি, মেঘালয়ের ২টি, আন্দামান ও নিকোবর, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম ও লাক্ষাদ্বীপে ১টি করে আসনে ভোট হয়েছে।

পাশাপাশি, রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, অসম ও মহারাষ্ট্রে ৫টি করে আসনে, বিহারে ৪টি, পশ্চিমবঙ্গে ৩টি, মণিপুরে ২টি এবং ত্রিপুরা, জম্মু-কাশ্মীর ও ছত্তিশগড়ে ১টি করে আসনে ভোটগ্রেহণ হয়েছে। এ দিনই আবার অরুণাচলপ্রদেশ (৬০টি আসন) ও সিকিমে (৩২টি আসন) বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন যে ১০২টি আসনে ভোট হয়েছে, ২০১৯ সালে এই আসনগুলির মধ্যে এনডিএ পেয়েছিল ৪১টি আসন। ইউপিএ পেয়েছিল ৪৫টি আসন।
সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৩টে পর্যন্ত প্রথম দফায় দেশজুড়ে গড়ে ৪৯.৭৮ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে ৪৯.৭৮ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় ৬৮.৩৫ শতাংশ। মণিপুরে ভোট পড়েছে ৬৩.০৩ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে বিহারে ৩৯.৭৩ শতাংশ।