রায়গড় ২০ এপ্রিল: ছত্তিশগড়ের রায়গড় জেলার একটি গ্রামে একটি বুনো হাতি ৮০ বছরের এক বৃদ্ধকে পায়ে পিষে মেরেছে।একজন বন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ধরমজাইগড় ডিভিশন ফরেস্ট অফিসার অভিষেক জোগাওয়াত জানিয়েছেন, ঘটনাটি ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ধান্তিকরা গ্রামের কাছের জঙ্গলে। সকাল ৫-৩০ মিনিটের দিকে ঘটে। সেখানে জনকরাম সাহু( ৮০) নামে এক ব্যক্তি ‘মহুয়া’ ফল কুড়াতে গিয়েছিলেন। ওই বন কর্মকর্তা আরও জানিয়েছেন, নিহত ব্যক্তির সঙ্গে খাররা গ্রামের আরও এক বাসিন্দা ছিলেন।তার নাম জয়পাল সাহু।তিনি পালাতে সক্ষম হলেও, হাতিটি ৮০ বৎসর বয়সীকে বৃদ্ধকে ধরে ফেলে এবং তাকে পদদলিত করে হত্যা করে। জয়পাল আক্রমণ সম্পর্কে গ্রামবাসী এবং কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরে বন বিভাগের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, নিহতর পরিবারকে ২৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে, বাকি ক্ষতিপূরণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে দেওয়া হবে। হাতির গতিবিধি পর্যবেক্ষণে আরও বনকর্মী মোতায়েন করা হয়েছে।খাদ্যের সন্ধানে দিনে রাতবিরেতে প্রায় সময় ছত্তিশগড়ের উত্তরের দিকে জঙ্গল থেকে দলে দলে হাতি ঢুকে পড়ে গ্রামে । ফসল নষ্ট থেকে শুরু করে রীতিমতো বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি একপ্রকার তাণ্ডব চালায় হাতির পাল।পদদলিত করে মানুষকে হত্যা করে চলেছে ওই এলাকায় ।
