মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাস রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিল । এডিজি সিআইডিকে এদিন এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের যে প্রান্তে যত এফআইআর হয়েছে, যত প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হয়েছে, সব একসঙ্গে তদন্ত করতে হবে বলে আদেশনামায় উল্লেখ রয়েছে । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই নির্দেশ দেন।আগামী ২২ মে রিপোর্ট দিতে হবে সিআইডিকে। আপাতত এই পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ-সহ সব ক্ষেত্রেই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা। ১৬ মার্চ, ১৭ মার্চ রাজ্যজুড়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুপিএসসির ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়।অভিযোগ ওঠে, পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার প্রশ্ন বাইরে বেরিয়ে যায়। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ও উত্তর বিক্রি হয়েছে বলে অভিযোগ ওঠে। পরীক্ষা বাতিল করার আবেদন নিয়ে মামলা দায়ের হয়। ৪৮০টি শূন্যপদে প্রায় ১২ লক্ষ পরীক্ষা দেন। পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এডিজি সিআইডিকে নির্দেশ, রাজ্যের যেখানে যত এফআইআর হয়েছে, এই প্রশ্নফাঁসের সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্ত করতে হবে।প্রসঙ্গত, মার্চ মাসে ফুড এসআই পরীক্ষার সময়েই ওঠে প্রশ্নফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। দক্ষিণ বঙ্গের পাশাপাশি শিলিগুড়িতেও চলছিল পরীক্ষা।অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে পাঁচজন মোবাইল নিয়ে ঢোকে। প্রশ্নপত্রের ছবি তুলে তা ভাইরাল করে দেয়। এই অভিযোগ পাঁচজনকে গ্রেফতারও করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রধাননগর থানা এলাকার ভারতী হিন্দু বিদ্যালয় থেকে তিনজনকে গ্রেফতার করা হয় করা হয়। বাকিদের মধ্যে একজনকে নেতাজি হাইস্কুল ও অপরজনকে মাটিগাড়ার কবি সুকান্ত হাইস্কুল থেকে গ্রেফতার করা হয়।এক মাসের মধ্যে সিআইডি কে এই মামলার অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গেছে।
