আগামী ৮ মে পরীক্ষার ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ সংসদের। আগামী ৮ মে, বুধবার, দুপুর ১টায় আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে শিক্ষা সংসদ। ফল ঘোষণা করবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর পর পরীক্ষার্থীরা দুপুর ৩টে থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখে ডাউনলোড করতে পারবেন। চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি।
এ ক্ষেত্রে ফল ঘোষণা করা হলেও সে দিনই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবেন না পড়ুয়ারা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র ßুñলগুলির হাতে তুলে দেওয়া হবে। একই দিনে ßুñলগুলি থেকে পড়ুয়াদের মধ্যেও সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছর মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে। চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন থেকেই পিপিএস, পিপিআর- এর সুযোগ থাকছে বলে জানিয়েছে বলে নির্দেশিকায় জানিয়েছে সংসদ।
