হায়দ্রাবাদ ২৬ এপ্রিল:ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানানোয় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ৬জন পড়ুয়াকে জরিমানা করা হয়েছে।
গত বছরের ২৭ অক্টোবর ক্যাম্পাসের অভ্যন্তরে ফিলিস্তিন সংহতি মিছিল পরিচালনা করার জন্য হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত ছয়জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করেও দেওয়া হয়েছে ।বলা হয়েছে এই ধরনের কাজ আবার করলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।”ফিলিস্তিনের জন্য ইউওএইচ” ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক জারি করা নোটিশে বলা হয়েছে , “ফিলিস্তিনের জন্য ইউওএইচ” ব্যানারটি “ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসে নিবন্ধিত হয়নি” এবং “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই” অনুষ্ঠান বা মিছিলিটি পরিচালিত হয়েছিল। প্রশাসন প্রত্যেক ছাত্রকে এক হাজার টাকা জরিমানা করেছে। গত বছরের ২৭ অক্টোবর, বিভিন্ন ছাত্রদলের ছাত্ররা ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিল করেছিল। নিরাপত্তা কর্মীরা তাদের থামানোর চেষ্টা করে এবং তাদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা সত্ত্বেও তারা মিছিল চালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
একটি বিবৃতিতে, বিশ্ববিদ্যালয় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে সতর্ক করেছে। এক নোটিশে বলা হয়েছে ,আরও অনিয়ম তাদের অ্যাকাডেমিক ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে পারে। এই পদক্ষেপে বিভিন্ন মহল সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এই সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে।
