আজমিরের মসজিদে খুন হলেন আলেম

আজমির ২৭ এপ্রিল:রাজস্থানের আজমিরের রামগঞ্জের মসজিদে এক আলেমকে খুন করা হল।শনিবার বেলা ৩টার দিকে ঘটনাটি থানায় জানানো হয় ।পুলিশ কর্মকর্তা বলেন, তিন মুখোশধারী দুর্বৃত্ত এই অপরাধ করেছে। ঘটনার সময়, মসজিদে ছ’জন নাবালক শিক্ষার্থী ছিল ,যাদের হুমকি দেওয়া হয় এবং চিৎকার না করতে বলা হয়।ওই নাবালক শিক্ষার্থীরা বলেছে, চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের ভয়ানক পরিণতির হুঁশিয়ারি দেয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিঞ্চি সংবাদমাধ্যমে জানান, রামগঞ্জ থানার কাঞ্চন নগরের মোহাম্মদী মদিনা মসজিদের ইমাম আলেম মুহাম্মদ মাহির (৩০) থাকতেন। তার সঙ্গে কিছু ছোট ছোট শিক্ষার্থীও থাকত। ভোর ৩টের দিকে এই শিক্ষার্থীরা চিৎকার করে বেরিয়ে এলে প্রতিবেশীরা হত্যার বিষয়টি জানতে পারে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।”
পুলিশ কর্মকর্তা রবীন্দ্র খিঞ্চি জানান, ওই তিন দুর্বৃত্ত মসজিদের পেছনের দরজা দিয়ে কক্ষে ঢুকে আলেমকে হত্যা করে। তারা একই পথ দিয়ে পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মসজিদের পিছনে একটি ঘর রয়েছে, যেখান থেকে দুটি রড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ডগ স্কোয়াড দলও ডাকা হয়েছে।”

স্থানীয় মুসলিম বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজমিরের জেএল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ওই আলেমের লাশ।