Big breaking: উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস

উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, (ম্যাকউইলিয়াম হায়ার-সেকেন্ডারি স্কুল) প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় হয়েছেন- সাম্যদীপ সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন- অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদা), প্রাপ্ত নম্বর ৪৯৪।
উচ্চমাধ্যমিকে চতুর্থ তথা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দু’জন – কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় তালুকদার এবং চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের স্নেহা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, এবার ৬৯ তম দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল। এবার পাশের হার ৯০ শতাংশে ঠেকেছে। গতবার পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। সায়েন্সে পাশের হার হল ৯৭.১৯ শতাংশ। কমার্সে পাশের হার ৯৬.০৮ শতাংশে ঠেকেছে। আর্টসে পাশের হার হল ৮৮.২ শতাংশ।

পাশের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। ১০ এর তালিকায় ১৫ জেলা থেকে ৫৮ জন। হুগলি থেকে প্রথম দশে আছেন ১৩ জন। বাঁকুড়া আছেন দ্বিতীয় স্থানে (নয়জন)। তিনে আছে দক্ষিণ ২৪ পরগনা (সাতজন)। গতবার প্রথম দশে ৮৭ জন পড়ুয়া ছিলেন।