ফিলিস্তিনকে সদস্যপদ: ক্ষোভে রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ে টুকরো করলেন ইসরাইলি রাষ্ট্রদূত

নিউ ইয়র্ক, ১১ মে: ফিলিস্তিনকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব পাস হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে। সেখানেই বক্তব্য দেওয়ার সময় ক্ষোভে ফেঁটে পড়ে রাষ্ট্রসংঘের চার্টারের একটি কপি ছিড়ে ফেললেন ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। এক্সে তিনি বলেন, ‘আমার বক্তৃতার শেষে, আমি রাষ্ট্রসংঘের সনদ ছিঁড়ে টুকরো টুকরো করেছিলাম। রাষ্ট্রসংঘে ফিলিস্তিনি সন্ত্রাসবাদের সমর্থনে সাধারণ পরিষদ কি করছে তা বোঝানোর জন্য।’
গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ চেয়ে ভোট দেয়। প্রস্তাবটি ১৪৩ ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাস হয়। অন্যদিকে ২৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। আর যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ৯টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এই প্রস্তাবটিকে রাষ্ট্রসংঘের সনদের ‘স্পষ্ট লংঘন’ বলে মন্তব্য করেন ইসরাইলি রাষ্ট্রদূত এরদান। এরপরই তিনি ইউএন-এর চার্টারটি ছিন্নভিন্ন করে ছিড়ে ফেলেন।
ক্ষোভে ফেঁটে পড়ে ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, “এই দিনটি কলঙ্কময় হয়ে থাকবে। আমি চাই সমগ্র বিশ্ব এই মুহূর্তটি মনে রাখুক, এই অনৈতিক কাজটি। আজ আমি আপনার সামনে একটি আয়না ধরতে চাই, যাতে আপনি দেখতে পারেন যে এই ধ্বংসাত্মক ভোটের মাধ্যমে আপনি জাতিসংঘ সনদের কি ক্ষতি ডেকে আনলেন। আপনারা নিজের হাতে এই সনদটি ছিঁড়ে ফেললেন।” এরদান আরও বক্তব্য, “আজ আপনারা নিজের হাতে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে হামাসের ভবিষ্যৎ লিখলেন। আপনারা আধুনিক দিনের নাৎসিদের জন্য, আমাদের সময়ের হিটলারের জন্য জাতিসংঘকে উন্মুক্ত করে দিলেন।”