সরকার গঠন হলে জুলাই থেকেই প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ৮৫০০ টাকা, প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

ইন্ডিয়া জোট নিয়ে ফের মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে জোর টক্কর দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা বলেন, ‘ইন্ডিয়া জোট সরকার’ গঠন হলে, এই শক্তি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করবে। সারা দেশে আমাদের বোনেরা ‘ইন্ডিয়া জোট সরকার’ গঠন করতে উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। মোদি সরকারের চাপ বাড়িয়ে ফের প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি জুলাই থেকে মহিলাদের অ্যাকাউন্টে ৮৫০০ করে দেওয়া হবে, অর্থাৎ বছরে ১ লক্ষ। আমরা চাই প্রতিটি পরিবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াক। সেইসঙ্গে প্রিয়াঙ্কা স্পষ্ট করেন, সরকারি চাকরিতেও মহিলাদের কর্তৃত্ব বাড়বে।
বর্তমান পরিস্থিতির অবস্থার পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রিয়াঙ্কা বলেন, কেন্দ্রের অনুদানের দ্বিগুণ হবে আশাকর্মী, অঙ্গনওয়ারি সহ রান্নার কাজে নিযুক্ত বোনেদের ভাতা। স্বাস্থ্যখাতের প্রকল্পে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা।
এর আগে বুধবার রাহুলের হয়ে প্রচারে গিয়েও মুদ্রাস্ফীতি না কমার জন্য মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রী বলেন, সারা দেশের মহিলারা বলছেন, মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে সংসার সামলানো কঠিন হয়ে পড়ছে। গৃহস্থালির সব জিনিসের দাম আকাশছোঁয়া। গ্যাস সিলিন্ডার ৪০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকায় নিতে হচ্ছে। তেল, ডাল,, ময়দা, চিনি, চাল, শাকসবজি সব কিছুর দামই ক্রমশ বেড়ে চলেছে। শিশুদের চিকিৎসা থেকে পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়েছে অভিভাবকদের। প্রিয়াঙ্কা বলেন, জনগণ যখন জবাবদিহির দাবি জানাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলে চলেছেন, কিন্তু দেশের মানুষ সব বুঝতে পারছেন।