অবশেষে মুখ্যমন্ত্রীর সাধুসন্ত সংক্রান্ত মন্তব্য ঘিরে মামলা পৌঁছে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। লোকসভা নির্বাচন আবহে যে ভাষায় সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তাঁদের (সাধুসন্ত) উপর আক্রমণ বাড়বে। এই আশঙ্কা প্রকাশ করে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছ বিশ্ব হিন্দু পরিষদ। মামলাকারীদের দাবি, -‘ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক হাইকোর্ট’।চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে হতে পারে শুনানি।সম্প্রতি এক নির্বাচনী জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। সাধু-সন্তদের নিয়ে কেন মন্তব্য করা হল? সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। হুগলির আরামবাগের সভা থেকে মমতা বলেছিলেন, -‘ বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করছেন। দেশের সর্বনাশ করছেন’। এই মন্তব্য থেকে বিতর্কের সূচনা ঘটে ।মমতার মন্তব্যের পর সাক্ষাৎকারে কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ স্পষ্ট বলেছিলেন, তিনি এমন কোনও বক্তব্য রাখেননি কখনও। তিনি বলেন, “আমি কোনও জায়গায় এই রকম বক্তব্য রাখিনি। আমার পক্ষে অসম্ভব। আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু। আর হিন্দু ধর্মের উপর যখন আঘাত আসে আমি প্রতিবাদ করি।” ইতিমধ্যে মমতাকে আইনি নোটিসও পাঠিয়েছেন কার্তিক মহারাজ।চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
