২৮৮০ বর্গফুটের কার্পেট বানিয়ে বিশ্বকে চমকে দিল কাশ্মীর

২৮৮০ বর্গফুট আয়তনের কার্পেট বানিয়ে বিশ্বকে তাক লাগাল ২৫ কাশ্মীরি কারিগর। উত্তর কাশ্মীরের ওয়াইল নামক গ্রামের একদল যুব byক মিলে এশিয়া তথা বিশ্বের বৃহত্তম কার্পেট বানিয়ে তাক লাগিয়েছে। ৭২ ফুট বাই ৪০ ফুট হাতে বোনা কাশ্মীরি কার্পেটটি ২৮৮০ বর্গফুটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। ফায়াজ আহমেদ শাহ এবং আবদুল গাফ্ফার শেখের তত্ত্বাবধানে নির্মিত এই কার্পেটটি বানাতে দীর্ঘ ৮ বছর সময় লেগেছিল। ২৫ এরও অধিক শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পরই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলেই খবর। এই বিষয়ে এক শ্রমিক জানান, পুরো কাশ্মীর তথা দেশে এমনকি বিশ্বে এই ধরণের কার্পেট বা গালিচা প্রথম। এর আগে কাশ্মীর উপত্যকায় কখনও এত বড় কার্পেট তৈরি হয়নি। এটি আমাদের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। এবার এটা বিক্রির অপেক্ষায়। আমরা নিশ্চিত এই গালিচা বিশ্ব বাজারে চড়া দামে বিক্রি হবে। এই গালিচা সঠিকভাবে বিক্রি করতে পারলে আমরা ভবিষ্যতে এই ধরণের কার্পেট আবার বানাবো।